গরীবের ডাক্তার দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরী - Prothom Eye
Our website is currently under construction. We’ll be back soon with the latest news and updates. Thank you for your patience.

গরীবের ডাক্তার দেশপ্রেমিক জাফরুল্লাহ চৌধুরী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১২, ২০২৫

তারঁ মতো সাচ্চা দেশপ্রেমিক এদেশের মাটিতে খুব কমই জন্মেছে। তাঁর সমস্ত চিন্তাচেতনা জুড়ে ছিল দেশ ও দেশের মানুষের কল্যাণের তীব্র আকাঙ্খা। গরীবের ডাক্তার খ্যাত জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ সূর্যসন্তানদের মধ্যে অন্যতম এক নাম। নিজ মাতৃভূমির প্রতি একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা গভীর হতে পারে তা তাঁকে না দেখলে বোঝাই যাবে না।

চাইলেই তিনি বিদেশে থেকে আড়ম্বরপূর্ণ একটা জীবন পাড় করে দিতে পারতেন। অর্থ-বিত্ত, যশ-খ্যাতি কোনোকিছুরই কমতি ছিলনা। তবে একাত্তরের যু*দ্ধ শুরু হতেই নিজের শৌখিন জীবনযাপন ছেড়ে ঝাপিয়ে পড়েন দেশমাতৃকাকে স্বাধীন করার লড়াইয়ে।

লন্ডন থেকে নিয়ে আসা সব অর্থ খরচ করে ভারতের আগরতলার বিশ্রামগঞ্জে স্থাপন করেন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। যু*দ্ধে আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ বাংলাদেশীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই ডাক্তার জাফরুল্লাহ ও আরো কিছু চিকিৎসকরা মিলে এই ফিল্ড হাসপাতালটি খুলেছিলেন।

স্বাধীনতার পর বাংলাদেশ ফিল্ড হাসপাতালটিকে ঢাকার ইস্কাটনে স্থানান্তর করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সেখান থেকে হাসপাতালটি আরেকদফা স্থানান্তর করে সাভারে নিয়ে আসা হয় এবং নতুন করে এর নাম রাখা হয় গণস্বাস্থ্য কেন্দ্র।

গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের মাধ্যমে খেটে-খাওয়া মানুষদের চিকিৎসার অধিকারকে আরো সমুন্নত করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ। একারণেই তাকে গরীবের ডাক্তার বলা হয়।