বাংলাদেশ

৬ জেলার সীমান্তে ১০৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

দেশের ছয় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ অন্তত ১০৫ জন জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও ফেনী জেলায় এসব ঘটনা ঘটে। পরে এই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশই আগে থেকেই ভারতে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া চলছে।

ফেনী

ফেনীর ফুলগাজীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল মধ্যরাতের পর থেকে আজ ভোর পর্যন্ত ৩৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। ফেনী সীমান্তের দায়িত্বরত বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়ন ও বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়ন তাঁদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, আজ ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ গিয়ে তাঁদের আটক করে। এ ছাড়া ফুলগাজী সীমান্তে আরও ১৩ জনকে আটক করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সীমান্তে আটক ২৭ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আপাতত তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া সীমান্তে বিজিবির হাতে আটক ১২ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ১২ জন ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা। বর্তমানে তাঁরা ছাগলনাইয়া থানার তত্ত্বাবধানে রয়েছেন। তাঁদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী কার্যক্রমের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে।