খেলা সর্বশেষ

অলআউট, একশ’র পরই :

প্রতিনিধি, (প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ )

সিলেটে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এরপর শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়েছে ডাচরা।

ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে নিয়ে পরপর দুই উইকেট নেন নাসুম। এরপর তাসকিন-মুস্তাফিজদের তোপে ধসে গেছে ডাচদের ব্যাটিং লাইন আপ।

সফরকারী দলের ওপেনার বিক্রমজিৎ সিং ১৭ বলে ২৪ রান করে আউট হন। চারটি চার মারেন তিনি। অন্য ওপেনার ম্যাক্স ওডাউড ১০ বলে ৮ রান করেছেন। চারে নামা অধিনায়ক স্কট এডওয়ার্ড ৯ রান করে ফিরলে ও শারিজ আহমেদ ১২ রানে আউট হলে বিপর্যয় বাড়ে ডাচদের।

নেদারল্যান্ডস ১০ ওভারের আগে (৯.৫ ওভার) ৬১ রানে ৬ উইকেট হারায়। ৬৭ রানে পড়ে তাদের সপ্তম উইকেট। সেখান থেকে একশ’ রান ছাড়িয়েছেন মূলত নয়ে নামা বোলার আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে ৩০ রান করেন। তিনটি চার ও একটি ছক্কা মারেন।

বাংলাদেশের হয়ে বল হাতে নাসুম ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাসকিন ৪ ওভারে ২২ ও মুস্তাফিজ ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। শেখ মাহেদী ও তানজিম সাকিব একটি করে উইকেট দখল করেছেন।