বিশ্ব সর্বশেষ

পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ১৫

আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫

পর্তুগালের রাজধানী লিসবনে বুধবার পর্যটকদের জনপ্রিয় গ্লোরিয়া ফানিকুলার ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। তাদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। হতাহতদের অধিকাংশই বিদেশি নাগরিক।

দুর্ঘটনার সময় ট্রামটি শহরের রেস্তোরাডোরেস স্কয়ারের কাছ থেকে বাইরো আল্টো এলাকার দিকে উঠছিল। এই রেলপথটি ১৮৮৫ সালে চালু হয়। এটি পর্যটক ও স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম হিসেবে পরিচিত।

দুর্ঘটনার পর এক বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, ‘এটি আমাদের শহরের জন্য এক দুঃখজনক দিন। লিসবন আজ শোকে আচ্ছন্ন। এটি একটি মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা।’

এছাড়া দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা দুর্ঘটনার পর এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় তিনি খুব শিগগিরই দুর্ঘটনার কারণ উদঘাটনের প্রতিশ্রুতি দেন।

এদিকে দুর্ঘটনার সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ফানিকুলারটির উপরের ট্রামটি লাইনচ্যুত হয়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছিল। এ সময় যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে পড়ার চেষ্টা করছিলেন। চারপাশে আতঙ্ক ও চিৎকার শোনা যায়। লুস ইলেকট্রিসিটি কানেকশনে ব্রেকফেইল থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা সংশ্লিষ্টদের।

এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।