বাংলাদেশ সর্বশেষ

চার বন্ধুর প্রতিযোগিতা, দুই মোটরসাইকেলে-গাড়িচাপায় নিহত ২

০৮ সেপ্টেম্বর ২০২৫ |

দুটি মোটরসাইকেলে চার বন্ধু বের হন ঘুরতে। ফেরার পথে মেতে ওঠেন গতির প্রতিযোগিতায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্য কোনো গাড়ির চাপায় দু’জন নিহত হন। আহত হন বাকি দু’জন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ীর কালখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতররা হলেন- পাংশা উপজেলার মৈশালা পালপপাড়া গ্রামের অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের আবু বক্কারের ছেলে মো. আরিফ হোসেন কাজল।

আহতরা হলেন- পাংশা পৌর এলাকার মজিবর রহমানের ছেলে শাওন ও একই এলাকার জয়দেব কুমারের ছেলে দীপ। আহতদের মধ্যে শাওনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, রাতে চার বন্ধু দুই মোটরসাইকেলে ঘুরতে বের হন। পাংশা থেকে রাজবাড়ী গিয়ে আবার পাংশায় ফিরছিলেন তারা। একপর্যায়ে তারা প্রতিযোগিতায় মেতে ওঠেন। বাংলাদেশ হাট নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়েন।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একপর্যায়ে সংঘর্ষ হলে মহাসড়কে ছিটকে পড়েন চার বন্ধু। ওই সময় অজ্ঞাত কোনো যান তাদের চাপা দেয়। এতে দু’জন ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।