অর্গানিক নিউট্রিশন নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’ - Prothom Eye
Our website is currently under construction. We’ll be back soon with the latest news and updates. Thank you for your patience.

অর্গানিক নিউট্রিশন নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৫

অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড কারকুমা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো তাদের নতুন পণ্য ‘কারকুমা ভেজস্প্রেড’। মঙ্গলবার ঢাকার সিক্স সিজন হোটেলে এক অনুষ্ঠানে কারকুমা ভেজস্প্রেড -এর উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারকুমা ভেজস্প্রেড তৈরি হয়েছে পুষ্টিসমৃদ্ধ পালং-শাক, ব্রকলি, মালবেরি ও গাজরের মতো সবজি দিয়ে। এতে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ হয়েছে হেজেলনাট ও কোকোয়া বিনস থেকে। এটি বিশেষ করে সেই সব শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যারা সবজি খেতে পছন্দ করে না। এটি বাংলাদেশের পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান।

অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক ইফতেখার রশিদ বলেন, স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, সেই ধারণা থেকেই আমরা এই পণ্যটি তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পণ্য দেওয়া, যা একইসাথে মজাদার এবং শিশুদের সঠিক বিকাশে সহায়ক।

তিনি জানান, ভবিষ্যতে এই পণ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের মতো আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হবে বলে তিনি বিশ্বাস করেন। এই ভেজস্প্রেড সারাদেশে বিভিন্ন গ্রোসারি শপ, সুপার শপ ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।