রাজা চার্লসের নৈশভোজে কত পদের খাবার খেলেন ট্রাম্প–মেলানিয়া - Prothom Eye
Our website is currently under construction. We’ll be back soon with the latest news and updates. Thank you for your patience.

রাজা চার্লসের নৈশভোজে কত পদের খাবার খেলেন ট্রাম্প–মেলানিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৫

১৮ সেপ্টেম্বর ২০২৫ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। আর এই আয়োজন ঘিরে জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসল।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণ্যমান্য ব্যক্তি।

ঝকঝকে হলঘরের খাবার টেবিল সাজানো ছিল ১ হাজার ৪৫২ পিস ছুরি–চামচ–তৈজসে। একেকজন অতিথির সামনে ছিল পাঁচ রকমের গ্লাস। খাবারের তালিকা ছিল ফরাসি ভাষায় লেখা। অতিথিদের কয়েক পদের ওয়াইন পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ ছিল ট্রান্স–আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল। এতে ছিল জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম আর টোস্ট করা মার্শমেলোর অনন্য মিশ্রণ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লন্ডনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেনস, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড লামি, অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস, কনজারভেটিভ নেতা কেমি বাডেনক প্রমুখ ভোজসভায় উপস্থিত ছিলেন।

প্রযুক্তি আর ব্যবসাজগৎ থেকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, মিডিয়া মোগল রুপার্ট মারডক প্রমুখ রাজকীয় এ নৈশভোজে অংশ নেন।

ভোজের শুরুতেই ছিল হ্যাম্পশায়ার ওয়াটারক্রেস প্যানা কোটা, সাথে পারমেজান শর্টব্রেড এবং কোয়েলের ডিমের সালাদ। মূল খাবার হিসেবে ছিল কুর্গেট মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন, সাথে টাইম এবং সেভোরি ইনফিউজড জু। খাবার পর মিষ্টিমুখের আয়োজনে ছিলো ভ্যানিলা আইসক্রিম বম্ব, সাথে কেন্টিশ রাস্পবেরি সোরবে, এবং লাইটলি পোচড ভিক্টোরিয়া প্লাম।

ট্রাম্প–মেলানিয়া ও চার্লস–ক্যামিলা দম্পতি ছাড়াও রাজকীয় এ নৈশভোজে ছিলেন ট্রাম্প–কন্যা টিফানি। ছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছিলেন রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস অ্যান।

আরও ছিলেন গলফার নিক ফাল্ডো, অ্যাথলেট ডেম ক্যাথলিন গ্রেইঞ্জার প্রমুখ। তবে হলিউড কিংবা লন্ডনের বড় তারকাদের এ আয়োজনে দেখা যায়নি।

এর আগে গত মঙ্গলবার রাতে ট্রাম্প ও মেলানিয়া লন্ডনে পৌঁছান। তাঁদের বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান লন্ডনে মার্কিন রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেনস। রাষ্ট্রদূতের বাসভবন উইনফিল্ড হাউসে সেই রাতে ছিলেন ট্রাম্প ও মেলানিয়া।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন ট্রাম্প। গতকাল ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে পৌঁছালে লালগালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মতো রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানায় রাজপরিবার। সূত্র-বিবিসি