প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৯ |
অগ্রহায়ণ মাসের শেষ দিন আজ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এর সঙ্গে শুরু হয়েছে কনকনে শীত। আজ সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
এসব তথ্য জানান তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়। তিনি জানান, গতকাল রোববার সকাল নয়টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
স্থানীয় শাহিন আলমসহ কয়েকজন জানান, কুয়াশা তেমন নেই। কিন্তু কনকনে ঠান্ডায় হাত ও পা বরফ হয়ে যায়।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সোমবার ভোর ৬টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা ১০০% রেকর্ড করা হয়। আজ সকাল নয়টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা ৮৯% রেকর্ড হয়। তাপমাত্রা ৯ ডিগ্রি হলেও শীত একটু বেশি অনুভূত হচ্ছে।