বাংলাদেশ মতামত সর্বশেষ

ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ঢুকে নদীতে সারবোঝাই ট্রাক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫১

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। গতকাল রোববার সকালে ঘিওর বাজারসংলগ্ন কুস্তা এলাকায় ইছামতী নদীতে পড়ে গেছে ট্রাকটি। এতে বিপুল পরিমাণ সার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে ৪২৮ বস্তা ডিএপি ও ৯৯ বস্তা টিএসপি সারবোঝাই করে একটি ট্রাক ঘিওর উপজেলা বরটিয়া বাজারে যাচ্ছিল। তবে চালক প্রধান সড়ক ব্যবহার না করে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দিয়ে বাজারে প্রবেশ করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ট্রাকটি।

স্থানীয় লোকজন জানান, কুস্তা এলাকায় গরুহাট-সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। নদীভাঙনে সড়কের কিছু অংশ বিলীন হয়ে গেছে। এ রাস্তায় সাধারণত বড় গাড়ি চলাচল করে না। রোববার সকালে হঠাৎ সারবোঝাই ট্রাকটি ওই রাস্তায় ঢুকতে গিয়েই উল্টো নদীতে পড়ে যায়।

ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, আমদানি করা ৪২৮ বস্তা ডিএপি সার বরটিয়া ইউনিয়নের ডিলারদের কাছে নেওয়া হচ্ছিল। এ ছাড়া পাশের শিবালয় উপজেলায় ডিলারদের জন্য আরও ৯৯ বস্তা টিএসপি সার নেওয়া হচ্ছিল। পথে সারবোঝাই ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়। পরে ২০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বেশকিছু সার নষ্ট হয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত সারের পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম জানান, ৫০০ বস্তার বেশি সার ছিল। ঘিওর ছাড়াও পাশের একটি উপজেলার ডিলারদের কাছে এসব সার সরবরাহ করার কথা ছিল। কিন্তু ট্রাকটি উল্টে নদীতে পড়ায় অনেক সার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঘিওর থানার ওসি মীর মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।